,

সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী সনাক্ত

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে ফিল্মী স্টাইলে পিস্তল টেকিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। এ দিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীকে সনাক্ত করা হয়েছে। তবে ধরিয়ে দিতে পারলে সদর থানার পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষনা করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৫ জুন দিনে দুপুরে শহরের ৩নং পুল এলাকায় মাদকদ্রব্য অফিসের নিচতলা থেকে পরিদর্শক মিজানুর রহমানের মোটর সাইকেল টি পাহাদারকে পিস্তল টেকিয়ে ছিনতাই করে নিয়ে যায়। অনেক খোজা-খুজির পর অবশেষে মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে সদর থানার এসআই অমিতাভ ফুটেজ দেখে ছবি সনাক্ত করলেও ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার পক্ষ থেকে ছিনতাইকারীকে ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এদিকে পুলিশ ওই ছিনতাইকারীকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করেছে। তাদের দাবি অচিরেই ছিনতাইকারীসহ মোটর সাইকেল উদ্ধার হবে।


     এই বিভাগের আরো খবর