,

নবীগঞ্জে কীর্তিনারায়ন কলেজের কৃতিত্ব, এইচ.এস.সিতে পাশের হারে উপজেলায় প্রথম

মুজাহিদ চৌধুরী ॥ গতকাল ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হারে নবীগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে উত্তর নবীগঞ্জের হাওর বেষ্টীত এলাকায় অবস্থিত কীর্তিনারায়ন কলেজ। উক্ত কলেজ থেকে মানবিক বিভাগে ৭০ জন শিক্ষার্থী ২০১৯ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে ১টি ‘এ’ প্লাসসহ ৯৭% শিক্ষার্থী কৃতকার্য হয়। যার মধ্যে ‘এ+’ ১টি, ‘এ’ গ্রেড ১১টি, ‘এ-’ ২৬টি সহ মোট ৬৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। উক্ত ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। একমাত্র এ+ অর্জনকারী শিক্ষার্থী ফারজানা আক্তার রিমি। কলেজের সকল শিক্ষক মন্ডলীর আন্তরিকতা ও আধুনিক পাঠদান পদ্ধতির ফলেই এত ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করেন কৃতকার্য শিক্ষার্থীরা। তাই তারা শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। একই ধারনা অভিভাবকদেরও। আলাপকালে তারা জানান, নবীগঞ্জর প্রত্যান্ত অঞ্চলে কীর্তিনারায়ন কলেজটি প্রতিষ্ঠা করায় আমাদের ছেলে মেয়েদের জন্য উচ্চ শিক্ষা গ্রহন করা সহজসাধ্য হয়েছে। এ কলেজে লেখা পড়ার মানও যথেষ্ট ভাল। তাই আমরা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মেজর অব. সুরঞ্জন দাশের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য কীর্তিনারায়ন কলেজ বিগত ২০১৭ সালের এইচ.এস.সি’তে শতভাগ সফলতা অর্জন করে।


     এই বিভাগের আরো খবর