,

জগন্নাথপুরে বন্যা দূর্গতদের মধ্যে সরকারি চাল বিতরণ

শাহ এস এম ফরিদ ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বন্যা কবলিত এলাকার সহগ্রাধিক দুর্গত মানুষের মধ্যে  সরকারি চাল বিতরণ করা হয়েছে। ১০ কেজি করে বন্যার্ত মানুষের মধ্যে সরকারি ত্রান সহায়তা প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে স্বাধীন বাজার ইউনিয়ন অফিসে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া। প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, ইউপি সদস্য আবুল হোসেন, কানন মিয়া, আবুবকর মধু, আলেখ উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা ছালেহা বেগম, রুশনা আক্তার , শরিফুল বেগম, ইউনিয়ন পরিষদ সচিব প্রবির রঞ্জন পুরকায়স্থ সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন। পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া বলেন, বন্যা কবলিত এলাকায় সরকারি  ত্রান তৎপরতা অব্যাহত থাকবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যে  সবধরনের  প্রস্তুতি রয়েছে। তিনি আরো বলেন বন্যা পরিস্থিতির অচিরেই উন্নতি হবে।


     এই বিভাগের আরো খবর