,

ভ্রাম্যমান আদালতে ২ সন্তানের জনকের ২ বছরের জেল নবীগঞ্জে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

আব্দুর রহমান/জুনাইদ চৌধুরী ॥ গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে  ধান ক্ষেতে শ্লীলতাহানির সময়  জনতার হাতে ধরাশায়ী হয়েছে এক বখাটে যুবক। পরে তাৎক্ষনিকভাবে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ বখাটে কে ২ বছরের জেল ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেন। জানাযায়, (২য় পৃষ্ঠায় দেখুন) ঐ স্কুল ছাত্রী ক্লাস শেষে গতকাল দুপুরে তার গ্রামের বাড়ি কুর্শি ইউনিয়নের জুহুর পুর গ্রামে যাবার পথে লতিবপুর ও জহুরপুর গ্রামের মধ্যবর্তী স্থানে ধানক্ষেতের আইলে একই গ্রামেরক মৃত ছালিক মিয়ার বখাটে পুত্র রিক্সা চালক জিয়াউল হক (৩০) একা পেয়ে তাকে ঝাপটে ধরে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ঐ স্কুল ছাত্রীর সুরচিৎকারে আশপাশের বাড়ির মহিলারা এসে বখাটে কে ধাওয়া দিলে সে দৌড়ে পার্শ্ববতী জালাল সাপ গ্রামে গিয়ে আত্মগোপন করলে খবর পেয়ে ছাত্র-জনতা গ্রামে চিরুনী অভিযান চালিয়ে বখাটে জিয়াউলকে ধরে নিয়ে আসে। উত্তেজিত জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে আটক করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ও অফিসার ইনচার্জ লিয়াকত আলী ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বখাটে কে ২ বছরের জেল ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ, ম্যানেজিং কমিটির সভাপতি মুস্তাকিম আলী, প্রধান শিক্ষক তোফাজ্জল হক, ম্যানেজিং কমিটির সদস্য আহমদ হোসেন, ইকবাল আহমদ, শাহ কামাল, ইউপি সদস্য শাহ সুজন, সাবেক ইউপি সদস্য শাহ ফারছু মিয়া।


     এই বিভাগের আরো খবর