,

বাহুবলে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি অফিসার আব্দুল আউয়াল, কৃষি সম্প্রসারণ মিজানুর রহমান, প্রাণী সম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবা উদ্দিন আফজাল, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার মখলিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ, জালাল মিয়া ও মাওঃ সিতার মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম আহমেদ। উক্ত মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষের চারা পাওয়া যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর