,

সিলেট শাবি’র সাবেক ভিসি প্রফেসর হাবিবুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি ॥ সিলেট তথা দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজ বিজ্ঞানী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট এর প্রয়াত ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ নুরানী মার্কেটস্থ তার বাস ভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বৃহত্তর সিলেট তথা নবীগঞ্জের কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ১৯৯৭ ইং সালের ২০ জুলাই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি শাবিতে ভাইস চ্যান্সেলর পদে যোগদানের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৪ ইং সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল। এক পর্যায়ে তিনি রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্ণাঢ্য জীবনের অধিকারী প্রফেসর হাবিবুর রহমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চান্দপুর গ্রামে ১৯৪২ ইং সালে জন্ম গ্রহণ করেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের আগে তিনি শাবির প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের প্রফেসর, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ২০০২ ইং সালে শাবি থেকে অবসর গ্রহণের পর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের তিন তিনটি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য তিনি। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাকার্যক্রমে তার যথেষ্ট অবদান ছিল। তার প্রথম পুত্র এনামুল হাবীব রংপুরের ডিসি হিসেবে সততা ও দতার সহিত দায়িত্ব পালন করেন। সরকারের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে কর্মরত রয়েছেন। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ২০০৬ ইং সালের ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।


     এই বিভাগের আরো খবর