,

হবিগঞ্জে চেয়ারম্যান পদে নির্বাচিত জয়-কাউছার-হেলাল

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একটিতে নৌকা ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে ৭২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জয় দাস। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ হাজার ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কাউছার চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৪০ ভোট। চুনারুঘাট সদর ইউনিয়নে ৮০৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. কাউছার আহমদ। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৬০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মাহবুবুর রহমান চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট। মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ খান হেলাল। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নেপাল চন্দ্র দাশ অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১১৭ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। তিনটি ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন। উল্লেখ্য- সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে ওই ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


     এই বিভাগের আরো খবর