,

চুনারুঘাটে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার সুলাইমান নিহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার সুলাইমান মিয়া (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের ৪ সদস্য। তাছাড়া আন্ত জেলা ডাকাত দলের আরও ৩ সদস্যকে পিস্তলসহ আটক করা হয়েছে। আহত অবস্থায় এএসআই সাদেক, কনস্টেবল কবির হোসেন, মাহী আহমেদ ও শাহীন আহমেদকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ডাকাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কালীপুর (আলীনগর) গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র। গতকাল সোমবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, ভোর রাতে উপজেলার ডেউয়াতলি কালিনগর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ সেখানে পৌঁছা মাত্র ডাকাতদল পুলিশের উপর অতর্কিত ভাবে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে সোলেমান নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাতির সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩টি ছোড়া ও ১টি লোহার রড এবং স্বর্ণালংকার নগদ টাকা মোবাইল সেটসহ বেশ কিছু দেশীয় অস্ত্র¿ উদ্ধার করা হয়। এ ছাড়াও ডাকাত সুলাইমানের বিরুদ্ধে কমলগঞ্জ, বড়লেখা ও মৌলভীবাজারসহ বেশ কয়েকটি থানায় ডাকাতি ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে। পুলিশ সুপার আরো জানান, ভোর রাতে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে মালামাল ও প্রাইভেটকারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, চুনারুঘাট উপজেলার গাভীগাঁও গ্রামের মৃত শেখ ময়না মিয়ার পুত্র শেখ শাহীন (৩২), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সিন্দুর খান গ্রামের আব্দুল জাব্বারের পুত্র ইমরান হোসেন (২২) ও কমলগঞ্জ থানার পতনগাঁও গ্রামের মর্তুজ আলীর পুত্র ইয়াছিন ওরফে কালা বাবুল। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ২টি সোনার চুরি, ১টি রুল, ৩টি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। তারা সবাই ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও তাদের দেউন্দি চা বাগানের ডাকাতির ঘটনার সম্পৃক্ততা পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মালামাল। তবে এগুলো ডেউন্দি চা বাগানের ডাক্তারের মালামাল বলে তিনি সনাক্ত করেন। প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, এসএম রাজু আহমেদ, সেলিম আহমেদ ও ফজলুল করিম। এদিকে বিকেলে ময়না তদন্ত শেষে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর