,

লস্করপুর ও দেউন্দি সড়কের মোড়ে বন্ধ হয়নি বালু ব্যবসা

সংবাদদাতা ॥ পুরাতন মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পুরানবাজারের বেইলী ব্রিজের মুখ থেকে লস্করপুর রেলওয়ে গেইট পর্যন্ত খোয়াই নদীর উত্তেলিত বালু স্তুপ করে রাখা হয়। পরে ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়ে থাকে। অবস্থা চলে আসছে দীর্ঘদিন যাবৎ। একইভাবে ঢাকা-সিলেট মহাসকের শায়েস্তাগঞ্জ-দেউন্দি রাস্তার মোড়েও ঝুঁকি নিয়ে বালু ব্যবসা চলছে। এ ব্যাপারে পর পর ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে। জনস্বার্থে বিষয়টি প্রকাশ হলেও কর্তৃপক্ষ এ পর্যন্ত কোন প্রকারের পদক্ষেপ নেয়নি। এতে করে ভূক্তভোগীরা হতাশ হয়েছেন। বরং বালু ব্যবসায়ীরা পুরোদমে সড়কের মধ্যে ঝুঁকির সাথে ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে যাচ্ছে। এ বালু উত্তোলনে যেমনটা ঝুঁকি রয়েছে। তেমনিভাবে সড়ক দিয়ে পথচারীর চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। বালু চারপাশে ছড়িয়ে পরিবেশের ক্ষতি করছে। সূত্র জানায়, দুই স্থানে বালু বিক্রি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কিন্তু কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় জনমনে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ কোন ধরণের পদক্ষেপ নিয়েছে কিনা অনেকেই জানতে চেয়েছেন।


     এই বিভাগের আরো খবর