,

সারাদেশে ডেংগু আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজারে পৌঁছাল

সময় ডেস্ক ॥ ডেংগু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৫০ হাজারে পৌঁছাল। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭১৯ জন আক্রান্ত হয়েছে। এখনও দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সাড়ে সাত হাজার রোগী ভর্তি আছে। ঈদের ছুটির কয়েকদিন আগে থেকে গ্রামে রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত সেই বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সারাদেশে ডেংগুতে নতুন করে ১ হাজার ৭১৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৫৯ জন এবং বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা হাসপাতালে ৯৬০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ৪৯ হাজার ৯৯৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ হাজার ২৪৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। এখনও ৭ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নে কায়ছার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। কায়ছার চাতলপাড় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে সিলেট বিভাগের সিলেট জেলায় ৬০ জন, সুনামগঞ্জ ২ জন, হবিগঞ্জ ৬ জন, মৌলভীবাজার ১৩ জনসহ মোট ৮১ জন হাসপাতালে ভর্তি আছেন। এ বিভাগে ৫৭২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৪৯১ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন।


     এই বিভাগের আরো খবর