,

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন ক্ষেতরা বিলে পাঁচ মৌজা যুব সংঘের উদ্যোগে করিমপুর দ্বিতীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে নৌকা বাইচ দেখতে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার দর্শক বৃষ্টি রোদ উপেক্ষা করে ক্ষেতরা বিলের তীরে জড়ো হয়। আকর্ষনীয় তুমুল এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৭টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে তিলক সারপাড়া গ্রামের উড়াল পবন প্রথম, জগন্নাথপুর উপজেলার শাহ কুতুব উদ্দিন ২য়, আলাগদি গ্রামের সোনার বাংলা ৩য় ও বাগাউড়া গ্রামের পন্কীরাজ ৪র্থ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পূরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আলী হায়দার আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রমান স্বপন। পরে অতিথিবৃন্দ প্রথম বিজয়ীকে সোনার নৌকা সোনার বৈঠা, ২য় বিজয়ীকে এল.ই.ডি টেলিভিশন ও ৩য় বিজয়ীকে মোবাইল ফোন এবং ৪র্থ বিজয়ীর হাতে বড় টেবিল ফ্যান তুলে দেন।


     এই বিভাগের আরো খবর