,

পৌরসভায় ৮৬ ও উপজেলায় ৮২ শতাংশ স্যানিটেশন অর্জন হবিগঞ্জে স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

ইকবাল হাসান চৌধুরী ॥ আগামী বছরের মধ্যেই এমডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শতভাগ স্যানিটেশন নিশ্চিত করতে হবে। কিন্তু হবিগঞ্জ জেলা এই লক্ষ্যমাত্রার ছেয়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। এই অবস্থার উন্নতির জন্য সরকারের পাশাপাশি ব্র্যাক ও কাজ করছে। (২য় পৃষ্ঠায় দেখুন) ফলে যথাসময়েই লক্ষমাত্রা অর্জনের আশা করছেন কর্তৃপক্ষ। জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে ব্র্যাকের সহায়তায় জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল সকালে র‌্যালি ও আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। ‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ শ্লোগান নিয়ে গতকাল সকাল ১০টায় নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডিএম শাহীনা ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরুজ আলম, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ ফিরুজ ভূইয়া ও অনুকুল চন্দ্র কর।


     এই বিভাগের আরো খবর