,

পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ॥ তিন সহোদর আটক হবিগঞ্জ শহরে ছোট ভাইদের ছুরিকাঘাতে বড় ভাই খুন ॥

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে সুলতান মাহমুদপুর এলাকায় পূর্ব বিরোধের জেরধরে ছোট ভাইদের চুরিকাঘাতে বড় ভাই হারুন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ভাইকে পুলিশ আটক করেছে। নিহত হারুন মিয়া সুলতান মাহমুদপুর গ্রামের মৃত আনছব আলীর পুত্র। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় হারুন মিয়ার বাসায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, কোর্টষ্টেশন এলাকার ফার্নিছার ব্যবসায়ী হারুন মিয়ার সাথে তার ছোট ভাইদের জমি জামা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে গতকাল ওই সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে হারুনের ছোট ভাই কাওসার মিয়া (২৫), তোফাজ্জল (২০) ও ইলিয়াছ মিয়া (১৮) ছুরি দিয়ে হারুন কে উপর্যুপি আঘাত শুরু করে। এক পর্যায়ে হারুন মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় উল্লেখিতরা হারুনকে আহত ভেবে হবিগঞ্জ সদর হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এসময় ছোট তিন ভাই হাসপাতাল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। খবর পেয়ে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে তিন জনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসা বাদে এ হত্যার কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে রক্তমাখা চুরি উদ্ধার করা হয়। এস.আই শফিকুল ইসলাম লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, হারুনের পেটে বুকে হাতে পায়ে গলায় অসংখ্য চুরিকাঘাত রয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়। ওসি নাজিম উদ্দিন জানান, পৈত্রিক সম্পত্তির কারণেই এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে। আজ বুধবার আটককৃতদেরকে কারাগারে প্রেরণ করা হবে। এ ঘটনানিয়ে শহরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর