,

ইনাতগঞ্জে সরকারী রাস্তায় ব্যক্তি মালিকাধীন পাকা গেইট নির্মাণ ॥ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউপির ১নং ওয়ার্ডের ইনাতগঞ্জ টু নবীগঞ্জ রোডের কাকরাখালী ব্রীজ হতে রাজনগর পর্যন্ত সরকারী রাস্তায় ব্যক্তি মালিকানা গেইট নির্মাণ নিয়ে এলাকা তোলপাড়, এনিয়ে এলাকাবাসী এবং প্রভাবশালীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। নবীগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের বরাবরে আবেদনের প্রেক্ষিতে ও সরজমিন সূত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউপির ১নং ওয়ার্ডের ইনাতগঞ্জ টু নবীগঞ্জ রোডের কাকরাখালী ব্রীজ হতে রাজনগর পর্যন্ত সরকারী রাস্তাটি ফাঁটা বিলের তীর ঘেসে একই ইউপির ২নং ওয়ার্ডের রাজনগর গ্রাম পর্যন্ত। দীর্ঘ প্রায় ৪০/৪৫ বছর যাবত উক্ত রাস্তাটি নিজ আগনা, দশ নম্বর পাড়া, কাজীরগাঁও, লামনির পাড় গ্রামবাসী এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। উত্তরের বন নামক হাওরে জমি চাষ করার জন্য এলাকাবাসী গরুর হাল নিয়ে ও বিলে যাতায়াতের জন্য এবং হাট বাজারে যাতায়াতের একমাত্র রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। উক্ত রাস্তা বিভিন্ন সময় ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধিগণ মাটি দিয়ে এবং সর্বশেষ ইট সলিং করে উন্নয়ন করে আসছেন। কিন্তু অত্র এলাকার দশ নম্বর পাড়ার আঃ আহাদ ও তার ছেলে আবু বকর প্রভাব খাটিয়ে উক্ত রাস্তার সম্মুখে (কাকরাখালী ব্রীজ প্রান্তে) সরকার বা ইউপি পরিষদের কোন রকম অনুমতি ছাড়াই নিজ নামে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য পাঁকা গেইট নির্মাণ করার জন্য উভয় দিকে পিলার তৈরী করেন। এতে স্থানীয় জনগণ এবং ইউপি পরিষদ আপত্তি জানালেও কোন রকম কর্নপাত না করে বীর দর্পে কাজ চালিয়ে যাচ্ছে। এই নিয়ে এলাকাবাসী এবং আঃ আহাদ গংদের মধ্যে কয়েক দফা বাক বিতন্ডা হয়েছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্বাবনা রয়েছে। অবৈধভাবে গেইট নির্মাণ না করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে একাদিক ব্যক্তি স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা পরিষদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর দরখাস্ত করেছেন। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে রাস্তাটি উদ্ধার করতে এবং পূর্বের মত রাস্তাটি উন্মমুক্ত রাখতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর