,

বঙ্গবন্ধু জনগণের কল্যাণে সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছিলেন- এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে নিয়ে জনগণের কল্যাণে সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছিলেন। তিনি সারাজীবন সাদাসিধে জীবন যাপন করেন। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তিত করার স্বপ্ন দেখেছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তী সাড়ে ৩ বছরের মাথায় হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক অপশক্তি বাংলাদেশের অগ্রগতিকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। এই অপশক্তি হচ্ছে জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত। তারাই সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেলের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, ইলিয়াছ মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী, সাংগঠনিক সম্পাদক রেবা চৌধুরী, তানভীর আহমেদ জুয়েল, আনোয়ার জাহিদ, আব্দুল মন্নান, আইয়ুব আলী, কবির আহমেদ, খালেক তরফদার, জাহিদ হাসান জীবন, আব্দাল করিম, ফজলু মিয়া, তাজুল ইসলাম, খলিলুর রহমান, লুৎফুর রহমান, আব্দুল হক, মাহমুদ বিশ্বাস প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল ও তবারুক বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর