,

রাইয়াপুর বড়খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’র অফিস তালাবদ্ধ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর বড়খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সদস্যগনের শেয়ার, সঞ্চয়, আমানতের টাকা আত্মসাৎ ও অনিয়মতান্ত্রিকভাবে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সমবায় সমিতি আইন/০১ এর ৪৯ ধারায় তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সমিতির ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য শেখ ছইফা রহমান কাকলী কর্তৃক গত ৩১ জুলাই হবিগঞ্জ জেলা সমবায় অফিসার বরাবরে দেয়া আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে তদন্তে আসেন হবিগঞ্জ জেলা সমবায় অফিসার। জানা যায়, হবিগঞ্জ জেলা সমবায় অফিসার নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর বড়খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর রাইয়াপুরস্থ অফিসকক্ষে তদন্তে এসে দেখেন তাতে তালা ঝুলছে। যদিও নিয়মানুযায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য এবং অভিযোগকারী তদন্তকালীন সময়ে সরেজমিনে উপস্থিত থাকা আবশ্যক। অফিসকক্ষ তালাবদ্ধ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অনুপস্থিত থাকায় জেলা সমবায় অফিসার সংশ্লিষ্ট সমিতির দায়িত্বশীলদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বলে একটি সূত্র জানায়। এদিকে তদন্তকালীন সময়ে অভিযোগকারী ও সমিতির ভুক্তভোগী প্রায় শতাধিক সাধারণ সদস্য সরেজমিনে উপস্থিত থেকে অফিসের বাহিরে হবিগঞ্জ জেলা সমবায় অফিসারের নিকট ব্যবস্থপনা কমিটির দায়িত্বশীলদের বিরূদ্বে তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। এসময় সমিতির সদস্যরা ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক সমিতির সদস্যদের শেয়ার, সঞ্চয়, আমানতের টাকা আত্মসাত এবং অতিসম্প্রতি এলজিইডি কর্তৃক সমিতির অনুকূলে বরাদ্দকৃত সেলাই মেশিন বিতরনে অনিয়ম, আত্মীয়করন ও স্বেচ্ছাচারিতার কথা তদন্ত কমিটির নিকট তুলে ধরা হয়েছে বলে অভিযোগকারীরা জানান। এছাড়াও সমিতির কয়েকজন সদস্য ইতিপূর্বে সমিতি থেকে লোন নেয়ার পর তা যথাসময়ে সমিতির সকল নিয়মকানুন মেনে পরিশোধ করলেও লোন পরিশোধকারী সদস্যবৃন্দকে অতিসম্প্রতি বর্তমান সভাপতি ও সেক্রেটারী ব্যক্তি আক্রোশের জের হিসেবে লোন পরিশোধের জন্য কাল্পনিক নোটিশ প্রদান করে তাতে সময়সীমা বেঁধে দিয়ে তা নির্ধারিত তারিখে পরিশোধ না করিলে সমিতি’র সদস্যপদ খারিজের কথা উল্লেখ করেন বলে নোটিশ প্রাপ্ত সদস্যরা জানান। এমনকি কিছু কিছু সদস্য রয়েছেন যারা এ সমিতি থেকে আদৌ কোন প্রকার লোন গ্রহণ করেননি তাদেরকে ও লোন পরিশোধের জন্য অনুরূপ কাল্পনিক নোটিশ প্রদান করা হয়েছে। যা সম্পর্কে ও তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ জেলা সমবায় অফিসার কে অবহিত করা হয়েছে বলে দরখাস্তকারী শেখ ছইফা সহ ভুক্তভোগী সদস্যরা জানান। এ নিয়ে রাইয়াপুর বড়খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারন সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ সহ এলাকায় চাপা ক্ষোভ বিরাজের পাশাপাশি আলোচনা সমালোচনা চলছে।


     এই বিভাগের আরো খবর