,

নবীগঞ্জে কমিউনিটি সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা গাড়ি ভাংচুর

সংবাদদাতা ॥ নবীগঞ্জে কমিউনিটি সেন্টার থেকে বিয়ের অনুষ্টানে সার্ভিস ম্যানের কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এমনকি তাদের নিতে আসা গাড়ির গ্লাস ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত ঢাকা-সিলেট মহাসড়কের মিনাজপুর সংলগ্ন রহমান কমিউনিটি সেন্টারের সামনে। এ প্রতিনিধির সাথে আলাপকালে আলফাছ মিয়া, মাছুম মিয়া ও মিলন মিয়া বলেন গত মঙ্গলবার স্থানীয় রহমান কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্টানে সার্ভিস ম্যানের কাজ শেষে মিনাজপুর গ্রামের নোহা গাড়ির মালিক ও চালক আমির উদ্দিনের ঢাকা মেট্রো-চ-৫১-৮৬৬৯ গাড়ি যোগে ওই সেন্টার থেকে বাড়ি যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। তখন পূর্ব শত্রুতার জের মেঠাতে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মিনাজপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র আশিক মিয়া, মৃত আখলিছ মিয়ার পুত্র জমশেদ মিয়া, জমশেদ মিয়ার পুত্র বাবরু মিয়া, আকুল মিয়া, বকুল মিয়া, আশিক মিয়ার পুত্র রাসেল মিয়া মবশ্বর মিয়ার পুত্র সিলন মিয়া ও মৃত মদরিছ মিয়ার পুত্র শাহজাহান মিলে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে হামলার প্রস্তÍতি নেয়। এ সময় তারা হামলা থেকে রক্ষা পেতে দিকবেদিক ছুটে গেলে আক্রোশ মেঠাতে গাড়ির মালিক ও চালক আমির উদ্দিনকে মারপিঠ করে এবং তার নোহা গাড়ির গ্লাস ভাংচুর করে হামলাকারীরা। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি আপোষে নিস্পত্তি করতে সালিশগণ  চেষ্টা চালাচ্ছেন এবং হামলায় আহত গাড়ির চালক আমির উদ্দিনকে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছেন বলে সুত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর