,

হবিগঞ্জ সদর হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গাইনি ওয়ার্ডে আবারো নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রসূতি মহিলার অবস্থায় সংকটাপন্ন। এ ঘটনা নিয়ে স্বজনদের সাথে নার্স ও আয়াদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। তবে এরকম ঘটনা নতুন নয়। আরো বেশ কয়েকবার ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ এর কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে নার্স ও আয়াদের দাফটে সাধারণ রোগীরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। প্রতিবাদ করলেই ঢাকা সিলেট রেফার্ড করা হয়। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের হারুন মিয়ার স্ত্রী জুনু আক্তার প্রসূতি ব্যাথা নিয়ে গত মঙ্গলবার ও ওয়ার্ডে ভর্তি হয়। জনৈক নার্স কিছু টাকা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন এবং নরমাল ডেলিভারির পরামর্শ দেন। গতকাল বিকেলে ইনজেকশন স্যালাইন পুষ করে ব্যাথা তুলেন। এক পর্যায়ে ডেলিভারি করানোর সময় নবজাতকের মৃত্যু হয় এবং জুনু আক্তারের অবস্থা আশংকা জনক হয়ে পড়ে। এনিয়ে রোগীর স্বজনদের সাথে বাকবিতন্ডা হয়। রোগীদের অভিযোগ নার্সদের কিছু নিজস্ব দালাল রয়েছে। রোগীরা আসলেই ডরভরয় দেখিয়ে কমিশনের ভিত্তিতে দালারদের মাধ্যমে সিজার করানোর জন্য বিভিন্ন প্রাইভেট কিনিকে পাটিয়ে দেন তারা। এ ব্যাপারে তত্বাবধায়কের সাথে যোগাযোগ করা হলে ফোস রিসিভ করেননি।


     এই বিভাগের আরো খবর