,

নবীগঞ্জে সরকারের দেয়া বিদ্যুৎ থেকে বঞ্চিত শেখ মনর আলী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট মহিলা আসনের সাবেক সংসদ সদস্যের প্রতিশ্রুতি দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও কোন বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শেখ মনর আলী নামের ষাটোর্ধ্ব বয়সের এক বৃদ্ধ। এমনকি তার আবেদনের প্রেক্ষিতে এলাকায় বিদ্যুতের খুঁটি বসানো হলে ও সরকারের দেয়া বিদ্যুৎ থেকে তিনি রয়েছেন বঞ্চিত। এমন অভিযোগ করেন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পূর্ব পাইকপাড়া গ্রামের মৃত শেখ করম আলীর পুত্র ষাটোর্ধ্ব বয়সের শেখ মনর আলী। তিনি জানান বিগত ২০১৭ সালে তার অক্লান্ত পরিশ্রমের ফলে ওই গ্রামের আবরুছ মিয়ার বাড়ির সামনে জনসভা করেন সাবেক মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ওই সভায় কেয়া চৌধুরী জনতার সামনে প্রতিশ্রতি দেন ওই গ্রামের মোঃ রঙ্গিলা মিয়া তালুকদারের বাড়ি হতে শেখ মনর আলীর বাড়ি পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেয়ার। এরই প্রেক্ষিতে গ্রামবাসী প্রায় ৭০ জনের পক্ষে আবেদন করেন শেখ মনর আলী। কিন্তু তার আবেদনের প্রেক্ষিতে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে ওই গ্রামের রফিক উদ্দিনের বাড়ি পর্যন্ত। এতে শেখ মনর আলীকে বিদ্যুৎ দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি হতাশা করে বলেন-কি অপরাধ আমার? কেন আমি সরকারের দেয়া বিদ্যুৎ থেকে বঞ্চিত হব?  সমাজের সচেতন মহল মনে করেন ওই এলাকার বিদ্যূৎ সংযোগ দেয়ার কাজে যিনি ঠিকাদার রয়েছেন তার চালাকি না কোন স্বার্থ মহলের চালাকি তাহা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নজর দেয়া প্রয়োজন। নতুবা অসহায় ও ষাটোর্ধ্ব বৃদ্ধ শেখ মনর আলী সরকারের দেয়া বিদ্যূৎ থেকে কি বঞ্চিত থাকবেন এবং তার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর