,

মাধবপুর সীমান্তে ৮ মাসে ৩২ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

সংবাদদাতা ॥ মাধবপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৮ মাসে ৩২ লাখ টাকার মাদকদ্রব্য এবং ২৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। গতকাল বৃস্পতিবার দুপুরে মনতলা সীমান্ত ফাঁড়িতে ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল  এম জাহিদুর রশীদ (পিএসসি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য প্রদান করেন। ৫৫ বিজিবি’র অধিনায়ক এম জাহিদুর রশীদ জানান, অবৈধ ভাবে দেশে  চা পাতা,  মাদক , নারী  ও শিশু পাচার রোধ করতে ৫৫ বিজিবি সর্তক অবস্থায় রয়েছে। ১ জানুয়ারি থেকে ২৮  আগস্ট পর্যন্ত ৫৫ বিজিবি ৮৯৬ বোতল ভারতীয় মদ, ৩৭৫ কেজি ভারতীয় গাঁজা, ৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ বোতল ভারতীয় বিয়ার, ৪৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল ,৩ হাজার ১ শ ৯৪ কেজি ভারতীয় চা পাতা , ১ টি গরু, ২ হাজার ৮ শ পিস ভারতীয় আতশবাজি , ১ টি মোটর সাইকেল, ২ টি অটোরিকশা (সিএনজি), ১ টি ট্রাক জব্দ করে। এসময় তিনি বলেন, সীমান্তে চা পাতা, মাদক প্রতিরোধে বিজিবি কাজ করছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর