,

আফ্রিদির ছক্কার রেকর্ড ভাঙবেন কে?

সময় ডেস্ক ॥ ওয়ানডে ক্রিকেটে ছক্কার রেকর্ডে এখনও প্রায় ধরাছোঁয়ার বাইরে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ৩৯৮ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৫১টি ছক্কার বিশ্ব রেকর্ডটি তার দখলে। রেকর্ডটি এমন পর্যায়ে রয়েছে যে, সর্বোচ্চ ছক্কার রেকর্ড তালিকায় থাকা প্রথম ১০০ জনের মধ্যে ইতিমধ্যে ৯৬ জনই অবসরে চলে গেছেন। শুধু গেইলের পক্ষেই এ রেকর্ড দ্রুততম সময়ে ভাঙা সহজ। আর কোহলি-রোহিতও ধারাবাহিক পারফর্ম করতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ওই রেকর্ড ছুঁয়া সম্ভব। ওয়ানডে ক্রিকেটে ১৯৯৬ সাল থেকে ২০১৫ পর্যন্ত তার রেকর্ডের খুব কাছাকাছি আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্যারিবীয় এই ব্যাটিং দানব ইতিমধ্যে ৩০১ ম্যাচে ৩৩১টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে আছেন। আফ্রিদির রেকর্ড ছাড়িয়ে যেতে আর মাত্র ২০টি ছক্কা হাঁকাতে হবে গেইলকে। গেইল ছাড়াও আফ্রিদির ছক্কার রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সামনে। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো রোহিত ইতিমধ্যে ২১৮ ম্যাচে ২৩২টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি যে গতিতে এগিয়ে যাচ্ছেন এ ধারবাহিকতা অব্যাহত রাখতে পারলে অচিরেই আফ্রিদির রেকর্ড ছাড়িয়ে যাবেন ভারতীয় এ ওপেনার। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। এই তিন তারকা ব্যাটসম্যানের মধ্যে ছক্কা হাঁকানোর দিক থেকে একধাপ এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। সেই দৌঁড়ে নেই উইলিয়ামসন ও স্মিথ। তবে ওয়ানডে ক্রিকেটে চার হাঁকানোর দিক থেকে শীর্ষে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি ৪৬৩ ম্যাচ খেলে ২ হাজার ১৬টি চার হাঁকিয়েছেন। ১ হাজার ৫০০টি বাউন্ডারি হাঁকিয়ছেন শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া। ১ হাজার ১২৮ চার হাঁকিয়ে তালিকায় সাত নম্বর পজিশনে আছেন ক্রিস গেইল। ১ হাজার ৮৫ বাউন্ডারি হাঁকিয়ে ১১ নম্বর পজিশনে আছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি একদিনের ক্রিকেটে ৭৩০টি চার হাঁকিয়েছেন।


     এই বিভাগের আরো খবর