,

নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা আইন শৃংড়খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি মোঃ আনোয়ার মিয়া, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, আনসার বিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর, ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, এডঃ মাসুম আহমেদ জাবেদ, দিলাওর হোসেন, ছালিক মিয়া, মেহের আলী মহালদার, নজরুল ইসলাম, ছাইম উদ্দিন, জে.কে মডেল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, নহরপুর মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম, তিমিরপুর মাদ্রাসার সুপার লুৎফুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী ছইফা রহমান কাকলী প্রমুখ। সভায় বক্তাগন নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখার আহবান জানান। বাল্য বিবাহ বন্ধে ইউপি চেয়ারম্যানগন কিশোরী মেয়েদের জন্ম সনদ সঠিক ভাবে যাচাই বাচাই করে দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।


     এই বিভাগের আরো খবর