,

নিরাপত্তা ভেঙ্গে মাঠে সাকিবকে দর্শকের ফুল উপহার

সময় ডেস্ক ॥ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্টার্ন গ্যালারি থেকে লাফিয়ে মাঠে নেমে ছুটতে শুরু করে এক দর্শক। চলে আসে একেবারে উইকেটের সামনে  যেখানে সাকিব আল হাসান বল করছিলেন। হঠাৎ এমন কান্ড দেখে হচকচিয়ে যাওয়া টাইগার অধিনায়কের সামনে হাটু গেঁড়ে বসে বসে সেই দর্শক। এরপর  প্রেম নিবেদনের মত করে বাড়িয়ে দেন ফুল। সাকিব তাকে বার বার বের হয়ে যাওয়ার ইঙ্গিত দেন। তবে ফুল দিয়ে ছাড়েন সেই দর্শক। ততক্ষণে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে টেনে হিঁচড়ে বের করে নিতে শুরু করে। পরে বিসিবির নিরাপত্তা সূত্রে জানা যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান। এই ঘটনার পর গ্যালারিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে সর্বপ্রথম ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠে ঢুকে মাশরফি বিন মুর্তজাকে জাড়িয়ে ধরেছিলেন এক দর্শক। এরপর সিলেটে আন্তর্জাতিক টেস্ট চলাকালে মুশফিকুর রহীমের দুই ভক্ত দুইবার মাঠে ঢুকে পড়েছিল। তারপর থেকে নিরাপত্তা জোরদার করা হয় মাঠের। তবে সাগরিকা স্টেডিয়ামের নিরাপত্তা দেয়াল টপকে মাঠে ফের দর্শক ঢুকে পড়ায় ফের প্রশ্ন উঠেছে বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে!


     এই বিভাগের আরো খবর