,

মানুষ মানুষের জন্য আসুন আমরা সবাই মিলে শিশু সায়েমকে বাঁচাতে এগিয়ে আসি

আলী হাছান লিটন ॥ মায়ের কোলে ২ বছরের অবুজ শিশু মোঃ সায়েম ফ্যাল ফ্যাল করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই বয়সে অন্য শিশুরা কত প্রাণবন্ত আর চঞ্চলভাবে উঠানে খেলছে। অথচ সায়েম খেলতে পারে না। হার্টে ছিদ্র থাকায় জন্মের পর থেকেই সে অসুস্থ। তার পিতা নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মোঃ ফুল মিয়া ২০০৬ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে যায়। এর পর থেকেই অভাব অনটনের মধ্যে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। প্যারালাইজড রোগী হতদরিদ্র বাবা ফুল মিয়ার শিশু সায়েমই একামাত্র ভরসা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সায়েমের চোখে-মুখে শুধুই বাঁচার আকুতি। সায়েমের বাবা প্যারালাইজড হয়ে প্রতিবন্ধি হিসেবে প্রতিবিন্ধ ভাতা পেয়ে খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। থাকার জায়গাটুকু ছাড়া আর কিছুই নেই। হতাশা যেন তাকে চারদিক থেকে ঘিরে বসেছে। প্রতিবন্ধি ফুল মিয়া জানান, জন্মের কয়েক দিন পর শিশু চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান সায়েমের হার্টে ছিদ্র আছে। তারপর থেকে উন্নত চিকিৎসানর জন্য সায়েমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ এস এম হাবিবউল্লাহ সেলিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। গত প্রায় ২ বছর ধরে প্রচন্ড অভাব অনুঠনের মধ্যেও সায়েম চিকিৎসা করে আসছে, এখন দ্রুত অপারেশন প্রয়োজন। কিন্তু টাকার অভাবে আমার শিশুর হার্টের অপারেশন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসক বলেছেন, সায়েমের অপারেশন করাতে প্রায় ৩ লাখ টাকা লাগবে, কোথায় পাব আমি এই ৩ লাখ টাকা, তিনি কেঁদে কেঁদে বলেন, কে দিবে আমাকে এই টাকা। ৩ লাখ টাকা জোগাড় হলেই আমার শিশু অবুজ সন্তান সায়েমের বিপন্ন জীবন রক্ষা করা সম্ভব হতো। ‘‘মানুষ মানুষের জন্য’’ আমি একজন প্রতিবন্ধি পিতা হিসেবে সমাজের বিত্তবান ও দানশীল মানুষ ও প্রবাসী ভাইদের কাছে আমার অবুজ সন্তান সায়েমকে বাঁচানোর জন্য আর্থিক সহায়তা প্রার্থনা করছি। আপনাদের একটু সহানুভূতি, আর্থিক সাহায্য এবং আল্লহর কাছে দোয়াই পারে আমান শিশু সায়েমকে বাঁচাতে। আসুন আমরা সবাই মিলে সায়েমকে বাঁচাতে এগিয়ে আসি এবং অন্যকে সাহায্য করতে উৎসাহিত করি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আর্থিক সহায়তা পাঠাতে চান ও যোগাযোগ করতে সায়েমের পিতা মোঃ ফুল মিয়া মোবাইল ০১৭১৪ ৩৬ ৭৫ ৮৫ বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর