,

বাউসা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী হাজীআব্দুর রহিমের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত হাজী আছলম উল্লার পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী আব্দুর রহিম ৪০ আর নেই। (ইন্না লিল্লাহি …… রাজিউন)। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম জানাজার নামাজ যুক্তরাষ্ট্রের সিটিতে অনুষ্ঠিত হয়, এতে অংশগ্রহণ করেন, বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, মোঃ তারেক আহমেদ সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার তার মরদেহ দেশে পৌঁছালে বাদআছর বাউসা ঈদগাহ ময়দানে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষবারের মতো মরহুম হাজী আব্দুর রহিমকে এক নজর দেখতে ঈদগাহ ময়দানে হাজারো মানুষের ঢল নামে। জানাযায় ইমামতি করেন হযরত আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। জানাজার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন তার বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আব্দুল মুহিত। জানাজায় অংশগ্রহণ করেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মতিন, বাউসা হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ কাওছার আহমেদ, বাউসা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল লতিফ, স্থানীয় মেম্বার আল-হেলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, মরহুমের আত্মীয় মেম্বার শেখ তোফায়েল আহমেদ সিদ্দিকী, বাউসা বায়তুন নুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মোঃ তৈয়ব উল্লাহ, হাজী আব্দুল মোতালিব, হাজী মির্জা মোস্তফা করিম, মোঃ মর্তুজ আলী, বদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ নজরুল ইসলাম সফু, বাউসা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হক লিটন, বাউসা হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ এখলাছ আহমদে, বাউসা যুব সংঘের উপদেষ্টা বাছিতুর রহমান চৌধুরী, মনসুর চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি, মা, ১ ভাই, ৩ বোন, স্ত্রী এবং অসংখ্য আত্মীয়স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুত শোক প্রকাশ করেছেন, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আলী হাছান লিটন। পত্রিকায় পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


     এই বিভাগের আরো খবর