,

তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা

জুয়েল চৌধুরী ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সিলেট বিভাগ সফর উপলক্ষে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর বাদ জুম্মা হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা সভাপতি ইমরুল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ মাসুক মিয়া এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোঃ মামুন। সভায় তিন দফা দাবি আদায়ে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পংকজ কান্তি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সিনিয়র সহ সভাপতি সাইফুর রহমান খান। তাদের দাবি, আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। সকল বন্টক পদ বাতিল করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট ও মন্ত্রণালয়ের সমন্বয়ে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রতি ৫ বৎসর অন্তর-অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা এবং অধস্তন আদালতের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুজিবর রহমান আকন্দ, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক শাকের আহমদ জুনায়েদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ফারুক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেদারু আলম, অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার মোঃ ফজলু মিয়া, মোঃ জিয়াউল হক, মোঃ আজিজুল হক, ফাহিমা আক্তার খানম, সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু, মোঃ জাহাঙ্গীর আলম, রূপন চন্দ্র আর্চায্য, মোঃ ইমদাদুর রহমান, গাজী আলী আহসান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর