,

হবিগঞ্জে এক শ্রমিকলীগ নেতাকে মারধরের অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় আউয়াল মিয়া (৩০) নামে এক শ্রমিকলীগ নেতাকে আটকে রেখে মারধর করার অভিযোগে কামড়াপুর বাইপাস সড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষোদ্ধ শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সে পশ্চিম ভাদৈ গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র ও ট্রাক চালক। গতকাল শুক্রবার দুপুরে ওই এলাকার মা’ ট্রান্সপোর্টেও সামনে এ ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানা যায়, মা’ ট্রান্সপোর্ট অতিরিক্ত মালামাল বহন করায় আউয়াল এর প্রতিবাদ করে এতে ক্ষিপ্ত হয়ে সেলিমসহ কতিপয় লোকজন তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে মারধর করে একটি কক্ষে আটক করে রাখে। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শ্রমিকরা কামড়াপুর বাইপাস সড়ক অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে বলে আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে মা’ ট্রান্সপোর্টের মালিক সেলিম জানায়, আউয়ালকে মারধর করিনি। লেনদেন নিয়ে কথা কাটা-কাটি হয়েছে। একটি পক্ষ এ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে।


     এই বিভাগের আরো খবর