,

নবীগঞ্জে সংগীতানুরাগীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

বংশী বাদক দিদার আহমদ ও ক্যান্সারে আক্রান্ত শিশু তামিমার চিকিৎসার্থে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে হাজার হাজার মানুষের অংশগ্রহনে অসুস্থ বংশী বাদক দিদার আহমদ ও  ক্যান্সারে আক্রান্ত শিশু তামিমার চিকিৎসার সাহায্যার্থে, সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ ও ভাই ভাই সংগীত একাডেমী কর্তৃক আয়োজিত গত শুক্রবার রাত ৮টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতানুরাগী মানুষের ঢল নামে। লোকে-লোকারণ্য হয়ে যায় অত্র বাজার এলাকা। উক্ত আলোচনা সভায় বক্তরা  বলেন, “মানুষ মানুষের জন্য” একথাগুলো আবারো তাদের এই মহৎ কর্মের মাধ্যমে প্রমাণ করলো “সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতি” সিলেট বিভাগ ও ভাই ভাই সংগীত একাডেমী। তারা যেভাবে দুস্থ অসহায় মানুষ ও রোগীদের পাশে দাঁড়িয়ে দেশ ও মানব সেবায় নিজেদের বিলিয়ে দিচ্ছেন, তাহা অবশ্যই প্রশংসার দাবীদার। প্রতিটি মানুষই তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন। সংগীত অনুরাগী লেবু মিয়ার সভাপতিত্বে সাংবাদিক, গীতিকার ও ভাই ভাই সংগীত একাডেমীর সভাপতি এম.মুজিবুর রহমান ও ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি বদরুজ্জামান ছানু’র যৌথ পরিচালনায়, এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি এড. সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  দৈনিক সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ গুল আহমদ কাজল, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদের সহ-সম্পাদক সেলিম আহমদ, ফকির ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, কাছন মিয়া, উপজেলা যুবলীগের নেতা অনু আহমেদ, কৃষকলীগ নেতা মহসিন আহমেদ, ইউপি সদস্য আব্দুল মুকিত, আউশকান্দি সিএনজি শ্রমিক সভাপতি দিলশাদ মিয়া, যুবলীগ নেতা শেখ সালাম, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমেদ, মুহিবুর রহমান চৌধুরী তছনু, সুমন আলী খাঁন, সমাজ সেবক আবীর মিয়া, শহীদ কিবরিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ প্রমুখ। এতে আরো  উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সহ-সভাপতি শিল্পী এখলাছুর রহমান আজাদ, সঙ্গীত অনুরাগী দবির ভান্ডারী, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান গীতিকার বিরহী রাজু, হযরত শাহ চেরাগ কুতুব উদ্দীন, আউলিয়া (রহঃ) মাজারের মোতায়াল্লী মোঃ শাহনূর হোসেন চৌধুরী সোহান, সিলেট বিভাগীয় বা,ক,স,সি,বি,এর  সাংগঠনিক সম্পাদক গীতিকার তছির আলী, এম.এ রহিম (হাছন রাজা) শিল্পী জাহাঙ্গীর, শিবলু পাগলা, তছু মিয়া, রিপন আহমেদ, সিতার মিয়া সহ আরো অনেকেই। পরে সাংস্কৃতিক অনুষ্টানে সিলেটের বিশিষ্ট উপস্থাপক কাজী জসিম উদ্দীনের সঞ্চালনায়, এতে অংশ গ্রহন করেন, সিলেটি কমেডি নাটকের জনপ্রিয় অভিনেতা কটাই মিয়া, কাট্টুস আলী, জেড ইসলাম ও কইলজারুন নেছা সহ তার দল। অনুষ্টানে সংগীত পরিবেশন করেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাউল শিল্পী মুজিব সরকার, সঙ্গীত শিল্পী আকরাম, বাউল শিল্পী ইকরাম উদ্দীন, এম মুজিবুর রহমান, শিউলী রানী, জালালী হাবিব, ছেরাগ আলী, খালেদ আহমদ, নূর কাজল, বাউলা পলি, নিউ মুন্নী, ফারজানা আক্তার, শরিফা সরকারসহ যন্ত্রশিল্পী শৈলেন দাস, সফিক উদ্দীন, এস.ডি শান্ত প্রনয় দাস সহ আরো অনেকেই। সার্বিক সহযোগীতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আব্দুল মুকিত, ইউ.কে বন্ধু মহল এর সভাপতি গীতিকার মনোয়ার হোসেন, গীতিকার আবুল হোসেন জীবন, বিশ্ববন্ধু দত্ত, সঙ্গীত শিল্পী আবুল গিয়াস, হাবিব আহমেদ, বেলায়েত হোসেন ও পপ শিল্পী জ্যাক বিডি সহ সঙ্গীতানুরাগীবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ অতিথি এড. সুলতান মাহমুদ তাঁর ব্যক্তিগত তরফ থেকে ১০ হাজার টাকা অনুদান  প্রদানের ঘোষণা দেন। এছাড়াও দেশ বিদেশ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী মঞ্চে উপস্থিতসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের লাইভে অংশ গ্রহন করে অনেকেই সাহায্যের হাত বাঁড়িয়ে দেন।


     এই বিভাগের আরো খবর