,

চুনারুঘাটে প্রধান শিক্ষকসহ ৩ জনকে পিটিয়ে আহত করার ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারাঘাটে গোলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারপিট করে স্কুল থেকে বাহির করে দেয়ার জের ধরে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে ফুল মিয়া (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতা। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষক সমিতির নেতাকর্মীরা অভিযুক্ত ফুল মিয়াকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। খবর পেয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, সহকারী শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম আহত শিক্ষিকা শাহিনা খাতুন ও আহত দুই শিক্ষার্থীকে হাসপাতাল দেখতে যান। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরীসহ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গোলগাও গ্রামের মৃত আব্দুস ছত্তার মিয়ার পুত্র উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়া (৫৫) কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে প্রধান শিক্ষিকা শাহিনা খাতুন বাদী হয়ে ফুল মিয়া, জুয়েল মিয়া, কাজল মিয়াকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ওই স্কুলের দপ্তরী জুয়েল মিয়া ও কাজল মিয়া পলাতক রয়েছে। আটককৃত ফুল মিয়া বলেন, ‘আমার ভাতিজি ওই স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী সাদিয়া ১২ দিন যাবৎ অসুস্থ্যতার কারনে স্কুলে যেতে পারেনি। সুস্থ্য হলে সে গতকাল স্কুলে যায়। কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষিকা কোন কিছু না বুঝে তাকে বেদড়ক প্রহার করে। আমি খবর পেয়ে স্কুলে গিয়ে এর কারণ জিজ্ঞেস করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে প্রধান শিক্ষিকার হুকুমে অন্যান্য শিক্ষক আমার উপর চড়াও হয়। তাদের সাথে আমার হাতা-হাতির ঘটনা ঘটে। এর বেশী কিছু নয়’।


     এই বিভাগের আরো খবর