,

লাখাইয়ে গ্রামীন রাস্তার বেহাল দশা ॥ জনদুর্ভোগ চরমে

প্রায় ৫ হাজার লোকজনের গুরুত্বপূর্ণ গ্রামীন রাস্তা এটি

সূর্য্য রায় ॥ লাখাই উপজেলার লাখাই ১নং ইউনিয়নের অধিকাংশ গ্রামীন রাস্তার যোগাযোগ ব্যবস্থা মানুষের ভোগান্তির চরম পর্যায়ে। গ্রামীন রাস্তাগুলোর বেহাল দশার কারনে যাতায়াত ব্যবস্থার মুখ থুবরে পড়েছে। লাখাই বাজারের সাথে যোগাযোগকারী অধিকাংশ রাস্তায় ইউনিয়নবাসীর দুঃখের কারন হয়ে দাঁড়িয়েছে। ব্যবহারে প্রায় অনুপযোগী অনেক রাস্তার অস্বিত্ব এখন হুমকির মুখে পড়েছে। এমন একটি রাস্তা হল লাখাই বাজার অভিমুখী মেস্তরহাটি থেকে বৈশ্যপোতাহাটির রাস্তা। যোগাযোগ ব্যবস্থার চরম অবনতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  ভুক্তভোগীরা ঝড় তুললেও এ সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের নেই কার্যকর পদক্ষেপ। এটি ৪ থেকে ৫ হাজার লোকজন বাজারগামী একটি গুরুত্বপূর্ণ গ্রামীন রাস্তা। প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও লোকজন এই রাস্তা দিয়ে ঝুঁকি ও শঙ্কা নিয়ে চলাচল করে। শুকনো মৌসুমে লোকজন ৩ থেকে ৪ হাত উঁচুতে লাফিয়ে লাফিয়ে উঠানামা করে। বৃষ্টি হলেই পানি জমে কাঁদায় পিছলে আহত হওয়ার ঘটনা ঘটে অহরহ। স্থানীয় বাসিন্দা আলমগীর মিয়া জানান, শুকনো মৌসুমে রাতে বাজার থেকে ফিরলে প্রায়ই আহত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরা মাটি দিয়ে এ রাস্তা ভরাট করলে ও বর্ষা মৌসুম আসলেই সে মাটি সরে গিয়ে ৩/৪ হাত গর্ত সৃষ্টি হয়ে চলাচলে বিঘœ ঘটায়। রাস্তার দুইপাশ ইট দিয়ে পাকা করলেই এ সমস্যার  সমাধান হবে। লাখাই ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম   জানায়, এ সমস্যা দীর্ঘদিন যাবত, আমাদের জনপ্রতিনিধিদের উচিত বার বার অপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ না করে জনদূর্ভোগের বিষয়টি মাথায় রেখে কার্যকরী ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা। এ ব্যাপারে লাখাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আইয়ুব রেজা ইমরান জনদূর্ভোগের সত্যতা স্বীকার করেন বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করছি।  ১ লক্ষ ২০ হাজার টাকা এ রাস্তার উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে এবং মাসখানেক পরেই পানি শুকালে কাজ শুরু হবে বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর