,

নবীগঞ্জে ৩টি মোবাইল ও একাধিক সিমসহ মনিকে গ্রেফতার করেছে পুলিশ।। ফেসবুকে মানহানীকর স্ট্যাটাসের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সাংবাদিক এম.এ আহমদ আজাদ ও এম.মুজিবুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর স্ট্যাটাসের অভিযোগে ফরজুন আক্তার মনি নামের এক মহিলাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার বিকেলে শহরতলীর জে.কে উচ্চ বিদ্যালয় পয়েন্ট থেকে নবীগঞ্জ থানার একদল পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইন (২০১৮) এর মামলায় গ্রেফতার করা হয়। সূত্রে জানা যায়, ফয়জুন আক্তার মনি নবীগঞ্জের উপজেলার নারী জনপ্রতিনিধি ও সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অনেককে অশ্লীল ম্যাসেজ পাঠিয়ে হয়রানি করে আসছিল। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ানোর ফলে তার নানা অপকর্মের বিষয় মানুষ জানলেও সাংবাদিক পরিচয়ের কারনে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করতো না। সম্প্রতি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এম.এ. আহমদ আজাদ ও সাংবাদিক এম মুজিবুর রহমান এর বিরুদ্ধে তার ফেইসবুক আইডিতে একাধিক মানহানীকর স্ট্যাটাস দিলে সংবাদিক আজাদ বাদী হয়ে পুলিশ ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেন। পুলিশ উক্ত অভিযোগের সত্যতা পেয়ে গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ থানার এসআই শামসুল ইসলাম, এসআই সমীরণ দাশের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২টি এনআইডি কার্ড, কয়েকটি সাংবাদিক আইডি কার্ড, ৩টি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, একটি কলম ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মনির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। অনেক সম্মানীত ব্যক্তি ও সুশীল সমাজ এবং সরকারী কর্মকর্তাদের সম্মানহানী করেছে ফেসবুকে।


     এই বিভাগের আরো খবর