,

গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ করলে সমাজের কল্যাণ ও শান্তি আসবে- অতিরিক্ত জেলা পুলিশ সুপার শৈলেন চাকমা

নিজস্ব প্রতিনিধি ॥ উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে দেশের উন্নয়ন, অর্জন, সাফল্য ল্য সমূহ সম্পর্কে জনগণকে অবহিত করণ এবং আইন-শৃংখলা সংক্রান্ত আলোচনা সভা ও চালচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিবপাশা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচঙ্গ-সার্কেল) শৈলেন চাকমা। বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান তকছির মিয়া, এড. জিল্লুর রহমান চৌধুরী, কাজল মিয়া চৌধুরী, শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলকাছ মিয়া, ছাদেকুল ইসলাম চৌধুরী, একে আজাদ চৌধুরী, তথ্য অফিসের উচ্চমান সহকারি হাবিবুর রহমান খান। এছাড়াও অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন-উন্নত রাষ্ট্র গঠন করতে হলে ছেলে/মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। ছেলে/মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুললে পরিবারের সুখ-শান্তি আসবে। শিক্ষার্থীদের উচ্চ পর্যায়ে যেতে হলে নিয়মিত স্কুলে যেতে হবে। স্কুল থেকে বাসা-বাড়িতে গিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যেতে হবে। মা-বাবার কথা শুনতে হবে। পাশাপাশি গুরুজনদের সম্মান করতে হবে। অবসর সময়ে খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে মন ভালো থাকে এবং ভাল মানুষও হওয়া যায়। গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ করতে হবে। গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ করলে সমাজের কল্যাণ ও শান্তি আসবে। তিনি যারাই দাঙ্গার সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। সে ক্ষেত্রে ছাত্ররাও যদি দাঙ্গার সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর ছাত্রদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হলে পরবর্তীতে তাদের সরকারি চাকুরী করতে গেলে সমস্যা হবে। দাঙ্গা নিয়ন্ত্রণে ছাত্র/ছাত্রীদের ভূমিকা রাখতে হবে। বাবা-ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য দাঙ্গায় জড়িত হলে তাদের এর কুফল সম্পর্কে বুঝাতে হবে। তিনি বলেন-অনেকেই সিগারেট থেকে মাদক গ্রহন করে। সিগারেটকে ঘৃনা করতে হবে। সিগারেটে যেমন নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতি সাধন করে। মাদক সেবনকারীরা এক পর্যায়ে অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে পড়ে। মাদক প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহের কারণে মেয়েদের শারারীক সমস্যাসহ মাতৃমুত্য ঘটনাও ঘটছে। তাই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সর্ব ক্ষেত্রেই নিজেদের দুর্নীতিমুক্ত রাখতে হবে। তিনি আরো বলেন-আমাদের মাঝে দেশ প্রেম থাকতে হবে, দেশের প্রতি ভালবাসা থাকতে হবে। দেশের প্রতি ভালবাসা থাকলে প্রধানমন্ত্রীর ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়ন সম্ভব হবে।


     এই বিভাগের আরো খবর