,

বানিয়াচংয়ে জোর পূর্বক লক্ষাধীক টাকার গাছ কর্তনের অভিযোগ ॥ থানায় অভিযোগ

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ের বড় আব্দা গ্রামে জোর পূর্বক প্রতিপক্ষের বাড়িতে প্রায় লক্ষাধীক টাকার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বানিয়াচং উপজেলার বড় আব্দা গ্রামের আব্দুল ওয়াদুদ (হীরা)-এর বাড়িতে প্রতিপক্ষ আব্দুল মালিকের লোকজন জোরপূর্বক প্রবেশ করে ভুমি দখলের উদ্দেশ্যে ফলদ ও কাটের বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধীক গছ কর্তন করে। গ্রামের মুরুব্বিয়ান শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলে আব্দুল মালিক ও তার লোকজন শালিস অমান্য করে আব্দুল ওয়াদুদ (হীরা)-এর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণ নাশের হুমকি দেয়। বিষয়টি স্থানীয় ইউ.পি চেয়ারম্যান শাহ্ সওকত আরেফীন সেলিমসহ এলাকার মুরুব্বিয়ান ঘটনাস্থর পরিদর্শন করেন। এ ব্যাপরে জানতে চাইলে আব্দুল ওয়াদুদ (হীরা)-এর ছেলে মইনুল ইসলাম জানান, আব্দুল মালিকের সাথে আমাদের দীর্ঘদিন যাবত আমাদের বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে সে আমাদের জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে গত শনিবার সকালে ৬/৭জন ভাড়াটে লোক ও তার ভাই মতিউর রহমান, ছেলে জামিল ও শামীমসহ আমাদের বাড়িতে প্রবশে করে আমাদের রোপন করা বিভিন্ন প্রজাতির ফলদ ও কাটের গাছ কেটে নিয়ে যায় এবং গবাদী পশু পাখিসহ আমাদের প্রান নাশের হুমকি দেয়। বিষয়টি গ্রামের মুরুব্বিদের জানালে তারা শালিসের জন্য পরদিন (গতকাল রবিবার) সকালে শালিস বৈঠকের জন্য সময় নির্ধারণ করেন। কিন্তু সকালে প্রতিপক্ষ আব্দুল মালিক ও তার সহযোগীরা শালিস মানেনা বলে জানিয়ে দেয়। এমন পরিস্থিতে আমার ও আমার পরিবারের লোকজনের নিরাপত্বার স্বার্থে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ ব্যপারে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান শাহ্ সওকত আরেফীন সেলিমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর