,

ভারতে সিরিজ হার সাইফদের

সময় ডেস্ক ॥ ভারতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ব্যাটিংটা কোন ম্যাচেই ভালো হয়নি। টপ অর্ডার প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছে। বুধবারও ব্যাটিংয়ে ব্যর্থ হন টপ অর্ডারের সাইফ হাসান-ইয়াসির আলীরা। ভারতের সামনে তাই লক্ষ্য বড় দিতে পারেনি বাংলাদেশ। তবে বোলাররা চেষ্টা করে গেছেন তাদের কাজটা ঠিকঠাক করার। তারপরও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরেছ বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে ভারত অনূর্ধ্ব-২৩ দল ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। লক্ষেষ্টৗর অটল বিহারি বাজপেয়ি একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০১ রান তোলে বাংলাদেশ। পুরো পঞ্চাশ ওভার ব্যাট করে বাংলাদেশ। তারপরও রান বেশি হয়নি অনূর্ধ্ব-২৩ দলের। কারণ টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। ওপেনার মেহেদি করেন মাত্র দুই রান করেন। দুইয়ে নামা ইয়াসির আলী ফেরেন ১ রান করে। আর জাকির হোসেন শূন্য করে। ৬.১ ওভারে ২২ রানে ৩ উইকেট হারায় অনূর্ধ্ব-২৩ দল। এরপর ফিরে যান অধিনায়ক সাইফ হাসানও। তার ব্যাট থেকে ২৭ রান পায় দল। দলীয় রান ৫৫ হতেই ৪ উইকেট নেই হয়ে যায় বাংলাদেশের বয়সভিত্তিক দলের। সেখান থেকে আরিফুল হক ও আল আমিন জুটি গড়েন। তারা যথাক্রমে ৪৪ ও ৪০ রান করে আউট হন। শেষে মাহিদুল ইসলাম অপরাজিত ৫১ এবং রবিউল ইসলাম হার না মানা ২৯ রান করলে দুইশ’ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। জবাব দিতে নামা ভারত দলের ১২৪ রানে পঞ্চম উইকেট হারায়। তবে অধিনায়ক প্রিয়াম গার্গ এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাকে শরৎ, সুভং হেগলেরা ছোট ছোট রান করে সঙ্গ দেন। মেহেদি, শফিকুল, সুমন ও তানভির ইসলাম নেন একটি করে উইকেট। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল শুক্রবার সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে। এরপর সাইফ হাসান শ্রীলংকায় ‘এ’ দলের সফরে যোগ দেবেন।


     এই বিভাগের আরো খবর