,

পুলিশ পরিচয়ে প্রবাসীর ভাইকে বিপদে ফেলার হুমকি টাকা দাবি শিরোনামীয় সংবাদের প্রতিবাদ

গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক লোকালয় বার্তা ও অনলাইন নিউজ পোর্টাল নবীগঞ্জেরডাকসহ বিভিন্ন নিউজ পোর্টালে পুলিশ পরিচয় দিয়ে প্রবাসীর ভাইকে বিপদে ফেলার হুমকি টাকা দাবি অভিযোগ দায়ের শিরোনামীয় সংবাদটি আমার দৃষ্টি গোচর হযেছে। সংবাদ পড়ে হতভম্ব হলাম। সংবাদে লিখা হয়েছে আমি আবুল হোসেন ও আমার সহযোগীরা গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের প্রবাসী রাশেদ মিয়ার ছোট ভাই জাসেদ মিয়ার শ্বশুর বাড়ি কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মাখন মিয়ার বাড়িতে যাই এবং মাখন মিয়ার ছেলে সুমন মিয়াকে মামলার আসামী বলে ঘুম থেকে ডেকে তুলে ঘর থেকে বের করি। তাহা সম্পূর্ন মিথ্যা কথা। আমি ও আমার কোন সহযোগী ওই দিন রামপুর গ্রামের যাইনি। এমনকি কোন ধরনের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেনি। সংবাদের আরো বলা হয়েছে আমি আবুল হোসেন ও আমার সহযোগিরা জাসেদকে মোবাইল ফোন দিয়ে নিজেকে নবীগঞ্জ থানার দারোগা বলে পরিচয় দিয়ে নবীগঞ্জ শহরের সুগন্ধ্যা ¯œ্যাকবার এর সামনে আসতে বলি। এ সময় সে পুলিশের ফোন মনে করে সুগন্ধ্যা ¯œ্যাকবার এর সামনে এসে আমাকে দেখতে পায়। তাহাও মিথ্যা ও কাল্পনিক। এমনকি আমি বিভিন্ন সময় রাজনৈকি দলের নেতা ও পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে নিরিহ লোকজনদের সাথে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক  ফাঁয়দা হাসিল করছি। তাহাও সম্পূন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও কাল্পনিক কথা। আমি আবুল হোসেন কোন দিন রাজনৈতিক দলের নেতা ও পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে নিরিহ লোকজনদের সাথে প্রতারনা করিনি। কেহ কোন প্রমান দিতে পারবেনা। প্রকৃত ঘটনা হচ্ছে আমি আবুল হোসেন গত ২০১৮ সালের ৩০ অক্টোবর জীবনের নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের ৩ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করি যার নং ৩৯৫। এরই রেশ মেঠাতে একটি কুচক্রি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় আমাকে জড়িয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় ও নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করেছে। আমার মান সম্মান ক্ষুন্নকারীদের বিরুদ্ধ আমি অচিরেই আইনের আশ্রয় নেব। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাহার তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
আবুল হোসেন
গ্রাম-বাঁশডর, ৯নং বাউসা ইউপি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর