,

৪ সন্তানসহ জীবনের নিরাপত্তা পাচ্ছে না হামিদের পরিবার দুর্বৃত্তদের হুমকিতে দিশেহারা ব্যবসায়ীর পরিবার!

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মন্ডলকাপন প্রকাশ হরিষচন্দপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ মামলা ও সাংবাদিক সম্মেলন করে পড়েছেন বিপাকে। দুর্বৃত্তদের অব্যাহত হুমকির কারণে হামিদের স্ত্রী আঙ্গুরা খাতুন মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছেন। এমনকি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বিভিন্নস্থানে বসবাস করছেন। দুর্বৃত্তদের ভয়ে ওই পরিবারের সদস্যরা চরম আতংকের মধ্যে রয়েছেন। গত ২৫ মার্চ হবিগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ী আব্দুল হামিদের স্ত্রী আঙ্গুরা খাতুন সাংবাদিক সম্মেলন করেন। পুটিজুরী বাজারের ভাই ভাই ফার্নিচারের মালিক আব্দুল হামিদের নিকট দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল একই গ্রামের নুরুল আমিন, আব্দুল আজিজ, তাহির মিয়া, মানিক মিয়া ও আলমগীর। চাঁদা না দিলে গত ২৫ ফেব্র“য়ারি উল্লেখিতরাসহ আরো ২০/২৫ জন মিলে হামিদকে অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে জিম্মি করে তার ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট চালায় এবং তার ব্যবহৃত মোটর সাইকেল, ঘরের আসবাবপত্র পুড়িয়ে দেয়। তারা এমনি নির্মম অত্যাচার করেছে যে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। বর্তমানে ওই পরিবারটি দুই কিশোরী ও ১ যুবতী মেয়ে এবং শিশু সন্তানকে নিয়ে বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। উল্লেখ্য ২৫ ফেব্র“য়ারির ঘটনায় হামিদের স্ত্রী আঙ্গুরা খাতুন বাদি হয়ে কোর্টে মামলা করেন যার নং-৩৬/১৫। উক্ত মামলাটি বাহুবল থানায় গেলে দুর্বৃত্তরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং অস্ত্র পাতি নিয়ে প্রকাশ্যে ওই পরিবারের সদস্যদেরকে খুন করার জন্য খোঁজে বেড়াচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। এব্যাপারে ওই মামলার তদন্তকারী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর