,

সিপিএলে ফের ব্যাট-বলে উজ্জ্বল সাকিব

সময় ডেস্ক ॥ এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে নিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়েও জয়বঞ্চিত ছিলেন সাকিব আল হাসান। রুদ্ধশ্বাস ম্যাচে সেইন্ট কিটস অ্যান্ড নাভিসের কাছে ১ রানে হার দেখেছিল সাকিবের দল বার্বাডোস ট্রাইডেন্টস। আসরে নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে জ্বলে ওঠেন সাকিব। এবার আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি তাকে। সোমবার সিপিএলে সেন্ট লুইসয়া জুকসের বিপক্ষে ২৪ রানে জয় কুড়ায় সাকিবের দল ট্রাইডেন্টস। এতে আসরে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ পর্ব নিশ্চিত করে তারা। দেশ ছাড়ার আগে সাকিব বলে গিয়েছিলেন, ভারত সফরের প্রস্তুতি হিসেবে সিপিএলে খেলতে যাচ্ছেন তিনি। সে প্রস্তুতিটা যে বেশ ভালোই হচ্ছে, সেটা তার মাঠের পারফরম্যান্সই বলে দিচ্ছে। আগামী নভেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। গত রবিবার ভোরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাটে-বলে সাকিব ছিলেন দলের সেরা পারফরমার। ১ ছক্কা ও ৩ চারে ২৫ বলে করেছিলেন ৩৮ রান। আর বল হাতে ৪ ওভারে ১ মেডেন দিয়ে ১৪ রানে নিয়েছিলেন ১ উইকেট। আর সোমবার ব্যাট হাতে ২১ বলে ২২ রানের ইনিংসের সঙ্গে বোলিংয়ে ৪ ওভারের স্পেলে মাত্র ২০ রানে এক উইকেট নেন সাকিব। তিন নম্বরে ব্যাট হাতে সাকিব হাঁকান দুটি বাউন্ডারি। সাকিবের আঁটসাঁট বোলিংয়ের পূর্ণ সুবিধা নেন তার সতীর্থ ইংলিশ পেসার হ্যারি গার্নি ও যুক্তরাষ্ট্রের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ। হেইডেন ৪ ও গার্নি নেন তিন উইকেট। এতে ১১৭ রানে গুঁড়িয়ে যায় জুকসের ইনিংস।


     এই বিভাগের আরো খবর