,

হবিগঞ্জ সদর ও পৌরসভার ৭৩ পূজা মন্ডপে অনুদান প্রদান করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার আওতাধীন ৭৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩ লক্ষ ৭৬ হাজার ৬শ’ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ও দুপুরে পৃথক অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির নগদ অর্থ ও চেকের মাধ্যমে এই অনুদান প্রদান করেন। জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায় জানান, সদর উপজেলা এবং হবিগঞ্জ পৌরসভার ৭৩ মন্ডপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ কেজি চালের বিপরীতে ৯ হাজার ২শ’ এবং এমপি আবু জাহির এর ব্যক্তিগত পক্ষ থেকে আরো ৫ হাজার করে ১০ লক্ষ ৩৬ হাজার ৬শ’ টাকা নগদ বিতরণ করা হয়। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার আওতাধীন আরো ৩৪টি মন্ডপে পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার করে আরো ৩ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূজারীরা উপস্থিত থেকে সরকারি এই অনুদান গ্রহণ করেন। হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষ ও সদর উপজেলা পরিষদের হলরুমে পৃথক অনুষ্ঠানে নগদ অর্থ এবং চেক বিতরণ শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন-শৃংখলা সভায় বক্তৃতা করেন এমপি আবু জাহির। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই সরকারের আমলে সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় উৎসব স্বাধীন ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। পাশে থাকেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিএনপি’র আমলে ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গার কথা উল্লেখ করে তাদের সন্ত্রাসী কর্মকান্ডের সমালোচনা করেন এমপি আবু জাহির। সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পৃথক সভায় বক্তৃতা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ জিয়াউর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর