,

নবীগঞ্জে সর্বদলীয় উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার দুপুরে হিযবুত তাওহীদকে নিষিদ্ধ, আলেম উলামাদের উপর দায়েরী মিথ্যা মামলা প্রত্যাহার ও সংগঠনের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফুর রহমানসহ জড়িতদের গ্রেফতারের দাবীতে নবীগঞ্জ সর্বদলীয় উলামা পরিষদ কর্তৃক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বালিদ্বারা মাদ্রাসার মুহতামিম হযরত শাহজালাল (রঃ) দরগা মসজিদের ইমাম ও খতীব মাওঃ আসজদ আহমদের সভাপতিত্বে মাওঃ ইব্রাহিম ইউছুপ ও মাওঃ ইমরান আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল এলাকার এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম, ইউএনও তৌহিদ বিন হাসান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাওঃ আব্দুল কাদির হোসাইনি, পরবর্তী কর্মসুচী ঘোষনা করেন মাওঃ আব্দুর নুর, বক্71484875_2304957576484253_697470708543913984_nতব্য রাখেন মাওঃ নুরুল হক নবীগঞ্জী, মাওঃ শুয়াইব আহমদ চৌধুরী, মুফতি ফয়সল তালুকদার, মুফতি মুশতাক আহমেদ ফুরকানী, হাফেজ আলাউর রহমান, মাওঃ মুতাসিম বিল্লাহ সেলিম, কাজী মাহবুব আহমদ, প্রমূখ। বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, মাওঃ রুহুল আমীন,মাওঃ মনসুর আহমদ আজাদ, সাইফুল ইসলাম, হাফেজ খালেদ সাইফুল্লাহ, মাওঃ শিহাব উদ্দিন, মাওঃ আব্দুল মন্নান, মাওঃ শাহ আলম প্রমূখ। সমাবেশে বক্তাগণ হিযবুত তাওহীদ সংগঠনকে নিষিদ্ধ করণ, জড়িতদেরকে অবিলম্বে গ্রেফতার এবং আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যতায় আরও কঠোর কর্মসুচী দেয়া হবে বলেও জানান উলামা পরিষদ। উল্লেখ্য সম্প্রতি নবীগঞ্জে হেযবুত তওহীদ আত্মপ্রকাশ হয়। এরপর থেকেই এই সংঘঠনের সদস্যরা পবিত্র ইসলামের ঈমান বিধ্বংসী আক্বিদা প্রচারে লিপ্ত হয়। এ সময় নবীগঞ্জে বিশিষ্ট আলেম সমাজ প্রতিবাদ করলে হেযবুত তওহীদের নবীগঞ্জ উপজেলা শাখার সভাপিত জসিম উদ্দিন বাদী প্রায় ৯টি মসজিদের ইমামের নামে হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে হেযবুত তওহীদকে নিষিদ্ধের দাবিতে ও ইমামদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং জসিম উদ্দিন, লুৎফুর রহমানসহ সংগঠনের সকল সদস্যদের গ্রেফতারের দাবিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  71590015_556420588233933_718278016911802368_n


     এই বিভাগের আরো খবর