,

উচাইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল ওয়াহাবের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে বিশিষ্ট মুরুব্বী ও উচাইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা মোঃ আব্দুল ওয়াহাবের দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার সকালে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া, ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, সুরাবই গ্রামের বিশিষ্ট মুুরুব্বী হাজী আশরাফ উদ্দিন জিতু, উস্তার খাঁ, সলিম উল্লা, ইনু মিয়া, সালেহাবাদ মাদ্রাসার শিক্ষক আবু ইউসুফ, উচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান মাহবুবুল ইসলাম, প্রাক্তন সহকারি শিক্ষক জাকির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, সহকর্মী শিক্ষক, প্রাক্তন ছাত্ররা অংশ গ্রহন করেন। জানাজার নামাজের পূর্বে মরহুমের জীবনীর উপর স্মৃতি চারন করে বক্তাতারা বলেন-তিনি একজন সাদা মনের সৎ ও ভালো মানুষ ছিলেন। তারা মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, সুরাবই গ্রামের মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব মঙ্গলবার ফজরে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে নিঁেখাজ হন। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লালটিলা সিগনাল এলাকার তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, তিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। তিনি সুরাবই গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমেদ ও ছাত্রলীগ নেতা আব্দুর রহমান জুঝুম এর বাবা।
উচাইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা মোঃ আব্দুল ওয়াহাবের মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছেন মরহুমের প্রাক্তন ছাত্র মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আজিজুল ইসলাম শামীম। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন-মরহুম মাওলানা আব্দুল ওয়াহাব তার শিক্ষক ছিলেন। তিনি যেমন ভাল মানুষ ছিলেন, তেমনি একজন ভাল শিক্ষকও ছিলেন। তিনি মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বার্তায় মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী ও বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সতিমির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ।


     এই বিভাগের আরো খবর