,

বীমা খাতকে সময়োপযোগী করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশে বীমা খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ঝুঁকি মোকাবেলার পাশাপাশি জীবন বীমার মাধ্যমে লাভবানও হওয়া যায়। বীমা খাতকে সময়োপযোগী করতে কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন করেছে। যে কারণে চাকুরীর ক্ষেত্রে শুরু হয়েছে প্রতিযোগিতা। বীমা খাতকে সম্প্রসারিত করতে পারলে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানও হবে। সেজন্য জীবন বীমার উপকারিতা সম্পর্কে সকলকে জানাতে হবে। এর সাথে সম্পৃক্ত করতে হবে সকলকে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের খাজা গার্ডেন সিটির ৫ম তলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়ে দাবি পরিশোধের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় বীমা থেকে পাওয়া লভ্যাংশের টাকা উৎপাদনমুখী খাতে বিনিয়োগের জন্য সকলের প্রতি আহবান জানান এমপি আবু জাহির। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড হবিগঞ্জের চীফ জোনাল ম্যানেজার মোঃ শাহাদত হোসেন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও হবিগঞ্জ ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ২ শতাধিক বীমা গ্রাহক ও বীমা কর্মী উপস্থিত ছিলেন। পরে ৩০ জন বীমা গ্রহকের হাতে ৪০ লক্ষ টাকার দাবি পরিশোধের চেক হস্তান্তর করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জেলা কো অর্ডিনেটর নয়ন মনি দাশ ও অজয় দাশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।


     এই বিভাগের আরো খবর