,

হাসি স্পেশাল চিলড্রেন স্কুল পরিদর্শন করেন পৌর মেয়র মিজানুর রহমান মিজান

সংবাদদাতা ::  অটিজম বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাসি কর্তৃক পরিচালিত হাসি স্পেশাল চিলড্রেন স্কুল পরির্দশন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। গতকার মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌর সভার মাছুলিয়ায় ডায়াবেটিকস হাসপাতালের ৪র্থ তলায় হাসি স্পেশাল চিলড্রেন স্কুলটি পরির্দশন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসি স্পেশাল চিলড্রেন স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান রোটারীয়ান শহীদ উদ্দিন চৌধুরী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ড মোদারিছ আলী টেনু, সেক্রেটারী, হাসির উপদেষ্টা ও বৃন্দাবন সরকারি কলেজের ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল, রোটারীয়ান মিজানুর রহমান শামীশ, রোটারীয়ান আব্দুল আউয়াল, রোটারীয়ান ভীভ‚তি ভ‚ষন দাশ, হাসির প্রকল্প পরিচালক রোটারীয়ান প্রশান্ত কুমার দাশ, স্পেশাল অলিম্পিক বাংলাদেশের কো-অর্ডিনেটর সেলিম হায়দার, প্রশিক্ষক রাজিব আর্চায্য, হাসি স্পেশাল চিলড্রেন স্কুলের ল্যাঙ্গুয়েজ থেরাপীস্ট সংকরী দাশ, হাসির সভাপতি কামরুজ্জামান রুবেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ পলাশ মিয়া সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মেয়র মিজানুর রহমান মিজান বলেন এটি আমাদের হবিগঞ্জ জেলার একমাত্র বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সকলকে এই বিশেষ স্কুলটির প্রতি নজর দেয়া প্রয়োজন। মেয়র বলেন আমি ও আমার পৌর পরিষদ এই স্কুলের পাশে আছি। এ সময় তিনি হাসি স্কুলের সার্বিক উন্নয়নে জন্য ৫০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর