,

সংবর্ধনা সভায় এমপি মজিদ খান

বানিয়াচংকে সুন্দর করে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগীতা চাই

বানিয়াচং প্রতিনিধি ::  এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খানকে লাল গালিচা গণ-সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী সৈদ্যাটুলা ১২ মহল্লা পঞ্চায়েত (ছান্দ) কমিটি। গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় আদর্শ বাজার সংলগ্ন মাঠে ছান্দ সরদার এনামুল হোসেন খান বাহারের সভাপতিত্বে ও মাতাপুর মহল্লার সরদার এস.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রেী শেখ হাসিনাকে ভালবেসে আমাকে যখন আপনারা সর্বপ্রথম ৫০ হাজার ভোটের ব্যবধানে এমপি করে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন তখনই আমি নিজে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন বেঁচে থাকবো ততদিন রক্ত দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করব। মজিদ খান আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাটি এলাকার প্রতি সদয় হওয়ায় আমি অত্রাঞ্চলের উন্নয়ন করতে সক্ষম হয়েছি। ৫ বছরে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভ‚ক্ত করে মানুষের মনের ভাষনা পূরন করা হয়েছে। আদর্শ বাজার থেকে লক্ষীবাওর পর্যন্ত পাকা রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। পাহাড়পুর থেকে লক্ষীবাওর জলাবন পর্যন্ত পাকা রাস্তা নির্মানের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। রাস্তাটির কাজ সম্পন্ন হলে পাহাড়পুরসহ দিরাই শাল্লার মানুষ বানিয়াচংয়ের উপর দিয়ে হবিগঞ্জ যাতায়াত করতে পারবেন। তবে ওই রাস্তার মাঝখানে মধ্যের বিল নামক স্থানে একটি অত্যাধুনিক ব্রীজ নির্মাণ করতে হবে এবং আমি সেটা করব। লক্ষীবাওর জলাবন ছান্দের মালিকানা রেখেও কিভাবে এখানে বিভিন্ন প্রজাতির হিজল তমালের গাছ লাগিয়ে উন্নত সোয়াম্প ফরেষ্ট করা যায় এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। আজ আমাকে সংবর্ধনা দিয়েছেন মানে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও সরকারকে সংবর্ধনা দিয়েছেন আপনারা। আমি সরকারের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মাষ্টার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাকেব ইউপি চেয়ারম্যান ও আইডিয়াল কলেজের গভনিং বডির সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়া, বিশিষ্ট মুুরুব্বি এস এম আলী আক্কাছ, মিজানুর রহমান খান, জালাল উদ্দিন কান বাবুল, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, প্রেন্সিপাল আব্দাল হোসেন খান, মাওলানা আতাউর রহমান, মোত্তাক্কিন বিশ^াস প্রমুখ। উপস্থিত ছিলেন, সৈদ্যাটুলা মহল্লার সরদার ছবর আলী, তোপখানার সরদার আজমল হোসেন খান, দোকানীটুলার সরদার বাচ্চু মিয়া, আজিমুল হক স্বপন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা ছায়েব আলী, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, যুবলীগ নেতা বাবুল মিয়া, এড. আসাদুজ্জামান খান তুহিন, শাহজাহান মিয়া, জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী, ছাত্রলীগ সভাপতি এজেড এম উজ্জল, সেক্রেটারী রফিকুল আলম চৌধুরী রিপন, কাউছার আহমেদ সিহাব প্রমুখ।


     এই বিভাগের আরো খবর