,

হবিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালন ৮৮ পরিবারের মাঝে ঘর হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুলে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহড়া ও পুরস্কার বিতরণ করা হয়। পরে দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার। বক্তৃতা করেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি, পুলিশের ওসি ক্রাইম হামিদুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট এর ভাইস প্রেসিডেন্ট সফিকুল বারী আউয়াল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. শাহ ফরুজ্জামান ও বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দা রৌশন সুলতানা। দুর্যোগ প্রশমন প্রদর্শনীতে ফায়ার সার্ভিস কর্মী ও রেড ক্রিসেন্ট অংশ নেয়। এদিকে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ হাজার ২৭৩টি ঘর হস্তান্তর করেন। এর মাঝে হবিগঞ্জ জেলায় ঘর হস্তান্তর করা হয় ৮৮টি পরিবারের মাঝে। প্রতিটি ঘর তৈরিতে সরকারের ব্যয় হয় ২ লক্ষ ৫৮ হাজার ৫৩১টাকা। হবিগঞ্জ জেলার লাখাই, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় ১১টি করে, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় ১০টি করে, আজমিরীগঞ্জ উপজেলায় ১৪টি, হবিগঞ্জ সদর উপজেলায় ৭টি এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩টি ঘর হস্তান্তর করা হয়।


     এই বিভাগের আরো খবর