,

আজ দেবপাড়া ইউপির উপ-নিবাচন কে হাসবে শেষ হাসি! কালাম, মুহিত না সুমন?

মোঃ সেলিম তালুকদার:: আজ সোমবার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে পুরো ইউনিয়নকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। নির্বাচনের প্রার্থীরা হচ্ছেন দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক ৫ বারের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আ.ক.ম ফখরুল ইসলাম কালাম (আনারস), সদ্য প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমেদ জাবেদ এর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (চশমা), বিএনপি সমর্থিত প্রার্থী এড. জালাল আহমদ (ঘোড়া), মাওঃ ফখরুল ইসলাম চৌধুরী (মোটরসাইকেল)। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দেবপাড়া ইউনিয়নের মোট ভোটার ১৮৩০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০৪৮ জন এবং  মহিলা ভোটার ৯২৭৪ জন। মোট ভোটকেন্দ্র ৯টি। ৯টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে ঝুঁকিপ‚র্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই প্রতিটি কেন্দ্রে একজন করে এসআই/এএসআই ও ১০-১৫ জন পুলিশ, ১৪ জন আনসার সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩টি মোবাইল কোর্ট টিম এবং ১টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।  ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রাম ঘুরে দেখা যায়, ভোটারদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। যদিও ইতিমধ্যে ক্লীন ইমেজের তরুণ যুবক হিসেবে ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন শাহ্ রিয়াজ নাদির সুমন। সাধারণ ভোটাররা মনে করছেন, সদ্য প্রয়াত চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ-বিচারক এড. মাসুম আহমেদ জাবেদ আলীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে নিবর বিপ্লব ঘটাতে পারেন চেয়ারম্যান পুত্র সুমন। আলোচনায় পিছিয়ে নেই নৌকার কাÐারী আব্দুল মুহিত চৌধুরী। তাঁর সমর্থনে ৯টি ওয়ার্ডে সরকারীদল আওয়ামীলীগ, সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী। সদ্য প্রয়াত এড. মাসুম আহমদ জাবেদ আলীর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। শেষ মুহুর্তে চেয়ারম্যান প্রার্থী কালাম, সুমন ও মুহিতের মধ্যে ত্রিমুখী তুমুল প্রতিদ্ব›দ্বীর আভাস পাওয়া যাচ্ছে। গত ২০১৬ সালের ২৮শে মে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রয়াত এড. মাসুম আহমেদ জাবেদ আলীর মৃত্যুতে চলতি বছরের ১৭ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শ‚ন্য ঘোষনা করে প্রজ্ঞাপন জারি হয়।


     এই বিভাগের আরো খবর