,

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে বক্তৃতা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল বলেছেন আমাদের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি কাজ করে। তাই বিচার প্রার্থী জনগণের স্বার্থে অনেক কষ্ট করে দ্রুত মামলা নিষ্পত্তি করেছি। মামলা নিষ্পত্তির ফলে জনগণ ন্যায় বিচার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন মামলা নিষ্পত্তির জন্য বিচারক, পুলিশ ও আইনজীবীদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ মামলা নিষ্পত্তির জন্য আন্তরিকভাবে কাজ করছেন। গত সোমবার
হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলরুমে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে ৭৬৫টি মামলা দায়ের করা হয়েছে। আর পুরনো ১ হাজার ১৬৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ হিসেবে মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তির হার বেশি। অর্থাৎ সেপ্টেম্বরে মামলা দায়েরের থেকে ৪০২টির বেশি নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলার ১ হাজার ৫৪ জনের সাক্ষ্য গ্রহন করা হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল বলেন, মামলার সাক্ষীরা আদালতে এসে যাতে হয়রানী না হন সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। মামলার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট ও ময়না তদন্ত রিপোর্ট যত দ্রুত সম্ভব আইন অনুযায়ী দেয়ার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। কনফারেন্সে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনুর আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান উদ্দিন প্রধান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহ্মিনা হক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, যুগ্ম জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আলী আক্কাছ, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্তকর্তা ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডাঃ শামীমা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ মোক্তাদীর হোসেন (পিপিএম), সিআইডি পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক, জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন, ডিবি ওসি মোহাম্মদ এমরান হোসেন, কোর্ট পুলিশ পরিদর্শক আল-আমিন, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান, লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান, আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার, বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ জিয়াউর রহমান, মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর, পিপি এড. সিরাজুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. বদরু মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল হাসান শরীফ, এপিপি এড. প্রসেজিৎ দে, এপিপি এড. আব্দুল মালেক, এপিপি এড. আবুল কালাম, এপিপি এড. শেখ আসাদুজ্জামান, এপিপি এড. শামীম আহমেদ, এপিপি এড. শাহ হারুনুর রশীদ, এপিপি সৈয়দ আফজাল আলী, বন মামলার পরিচালক (বন আদালত) সমীরণ সরকার, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী প্রমূখ।


     এই বিভাগের আরো খবর