,

নবীগঞ্জের শিশু সায়েমের হার্টের অপারেশন সম্পন্ন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের প্রতিবন্ধী মোঃ ফুল মিয়ার সন্তান ২ বছরের অবুঝ শিশু সায়েমের হার্টের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) সকাল ১১টায় শিশুরোগ ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ জাহিদ হোসেনের তত্ত্বাবধানে সায়েমের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। হতদরিদ্র পরিবারের শিশু সন্তান সায়েমের পিতা ২০০৩ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে কোন রকম চলাফেরা করছেন। তার সন্তানের হার্টের সমস্যা ধরা পড়লে এ যেন মরার উপর খরার ঘা হয়ে দেখা দেয়। সায়েমের চিকিৎসার টাকা সংগ্রহ করতে সাংবাদিক আলী হাছান লিটন তার ফেসবুক আইডিতে সায়েমের চিকিৎসার টাকা সংগ্রহ করতে একটি পোস্ট করলে তা পোস্টটি ভাইরাল হয়। সাংবাদিক ছনি চৌধুরীর প্রচেষ্ঠায় দেশ সংযোগ অনুষ্ঠানে সায়েমকে নিয়ে সরাসরি লাইভ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। বাউসা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহ্ ছালিক মিয়া উদ্যোগে ১ লক্ষ ৬৪ হাজার টাকা দিয়ে সায়েমের চিকিৎসায় সহায়তা করেন। এছাড়াও প্রবাস ও দেশের মানব দরদী ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সায়েমের চিকিৎসায় আর্থিক সহয়তা প্রদান করেছেন। মানুষের সহায়তায় সায়েমের অপারেশন সম্পন্ন হওয়ায় মানুষ মানুষের জন্য কথাটি বাস্তবায়িত হলো। সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতায় সায়েমের হার্টের অপারেশন সম্পন্ন হওয়ায় তার পিতা প্রতিবন্ধী ফুল মিয়া সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর