,

কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ড সিএনজি শ্রমিক কর্তৃক ছাত্রীদের সাথে ইভটিজিংয়ের অভিযোগ

ব্যঘাত ঘটছে লেখাপড়ায় , এলাকাবাসীর ক্ষোভ

মুজাহিদ চৌধুরী:: নবীগঞ্জের পার্শ্ববর্তী বানিয়াচংয়ে স্কুলের সামনে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড বসিয়েছে একদল দুর্বৃত্ত। এতে ছাত্র ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। স্কুল গেটের সামনে সিএনজি অটোরিক্সা দাড় করিয়ে রাখা ও হর্ণের কারণে ব্যহত হচ্ছে পাঠদান। এমনকি সিএনজি অটোরিক্সার কম বয়সি শ্রমিকরা স্কুলের ছাত্রীদের বিভিন্ন সময় উত্যাক্ত করে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ। জানা যায়- বানিয়াচং উপজেলার কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় ওই এলাকার একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ। ওই বিদ্যালয়ে অত্র এলাকার কয়েক হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। অথচ বিদ্যালয়ের গেইটে ও রাস্তায় সিএনজি অটোরিক্সার অবৈধ স্ট্যান্ড বসিয়েছে একদল লোক। এতে ছাত্র ছাত্রীদের স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ক্লাস চলাকালে সিএনজি শ্রমিকদের হই হুল্লর ও গাড়ির হর্ণের কারণে ব্যহত হচ্ছে পাঠদান। বিভিন্ন সময় বিষয়টি নিয়ে সিএনজি শ্রমিক-নেতাদের সাথে কথা বললেও কোন সুরাহা হয়নি। এদিকে- স্কুলে আসা-যাওয়ার সময় ছাত্রীদের বিভিন্ন সময় উত্যক্ত করা ও অশালিন অঙ্গ-ভঙ্গীমা প্রদর্শন করে। বখাটেদের উৎপাতে অতিষ্ট হয়ে অনেক ছাত্রী স্কুলে আসতে চায় না। এ ব্যপারে স্কুলের অভিভাবক সদস্য মসিউর রহমান চৌধুরী জানান- আমরা বিষয়টি নিয়ে সিএনজি শ্রমিক-নেতাদের সাথে কথা বলেছি। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। স্কুলের ছাত্রীদের বিভিন্ন সময় উত্যক্ত করে সিএনজি শ্রমিকরা। তাদের উৎপাতে অনেক ছাত্রী স্কুলে আসতে চায় না। শেখ আমরু মিয়া নামক জনৈক ব্যক্তি বলেন- এই স্টান্ডের কারণে আমাদের স্কুলের শিক্ষার্থীরা আসতে পারে না। এনিয়ে কেউ কথা বললে একটি মহল বিভিন্নভাবে তাদের সমস্যা সৃষ্টি করে। আত্ম সম্মানের ভয়ে অনেকেই বিষয়টি দেখেও এ নিয়ে কথা বলতে চায় না। এ ব্যপারে সিএনজি স্টান্ড সমিতির সভাপতি মাহমুদ আলী বলেন- আমি বার বার চেষ্টা করি স্ট্যান্ডটি এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে, কিন্তু ম্যানাজার আবু সিদ্দিকেী কারণে সম্ভব হচ্ছে না। বিষয়টি জানতে স্ট্যান্ড ম্যানাজার আবু সিদ্দিকের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর