,

বানিয়াচংয়ের সাংবাদিকদের সাথে নয়া ওসির মতবিনিময়

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের নবাগত অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার রাত ৮ টার সময় ওসি’র কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমি হাওর এলাকার মানুষ। তাই হাওর এলাকার মানুষের সাথে আমার হৃদয়ের টান রয়েছে। ওসি বলেন সাংবাদিকরা পুলিশের বন্ধু। সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা সহযোগীতা করলে পুলিশের কাজ অনেকটা সহজ হয়। শুধু আমি নই প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সে রয়েছেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সম্পর্কে ওসি বলেন স্যার অত্যন্ত আন্তরিক ও ভাল মানুষ। তাঁর জেলায় দায়িত্ব পেয়ে আমি স্বাচ্ছন্দবোধ করছি। তিনি এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এস.আই হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ নমীর আলী, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন, প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান সোয়েব রাজা, সাংবাদিক মোশাহেদ আলী সাহেদ, মখলিছ মিয়া, এস এম খোকন, শেখ জোবায়ের জসিম, কামরুল হাসান কাজল, শিব্বির আহমদ আরজু, রায়হান উদ্দিন সুমন, আশিকুল ইসলাম, আনোয়ার হোসেন,  এস.এম জহিরুল ইসলাম নাসিম, আতাউর রহমান মিলন, জসিম উদ্দিন, আল-আমিন খান, আব্দাল মিয়া প্রমুখ। উল্লেখ্য বানিয়াচংয়ে যোগদানের ওসি রঞ্জন কুমার সামন্ত ইতিপূর্বে সিলেট মেট্রোপলিটন এর দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ ছিলেন। এছাড়াও লংগদু থানায়ও অফিসার ইনচার্জ ছিলেন। তাঁ গ্রামের দিরাই। তিনি অফিসার ইনচার্জ রাশেদ মোবারকের স্থলাভিষিক্ত হলেন।


     এই বিভাগের আরো খবর