,

“লাখাইয়ে ইঁদুর মারার ঔষধ ‘বুলেট’ খেয়ে যুবকের মৃত্যু” বাড়ছে আত্মহত্যার প্রবণতা

সূর্য্য রায়:: লাখাইয়ে পারিবারিক কলহের জের ধরে বিল্লাল মিয়া (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে  লাখাই ১নং ইউনিয়নের স্বজনগ্রামের গাজীপুরহাটির বাসিন্দা আলিমুদ্দিনের ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর আনুমানিক বিকাল ৪টায় পারিবারিক কলহের জেরে অভিমান করে ঐ যুবক ইঁদুরের ঔষধ ‘বুলেট’ খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে  যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গতকাল মৃতের ময়নাতদন্ত শেষে  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিকভাবে তার লাশ কবরস্থানে দাফন করা হয়। বর্তমান সময়ে আশঙ্কাজনক হারে লাখাইয়ে বাড়ছে ইঁদুরের ঔষধ বুলেট খেয়ে আত্মহত্যার প্রবণতা। এলাকার সর্বত্র বুলেটের ছড়াছড়ি ও সহজলভ্যতাই প্রধান কারন বলে দায়ি করছে এলাকাবাসী। তাই সচেতন মহলে দাবি উঠছে বুলেট বিক্রি নিষিদ্ধ করা  নতুবা কৃষক ছাড়া কীটনাশক বিক্রেতারা ছোট ছেলেমেয়েদের কাছে যাতে বিক্রি না করতে পারে সে ব্যাপারে সতর্ক হওয়া। তাছাড়া অনুমোদিত কীটনাশক বিক্রেতা  ব্যতিত অন্য কারো  কাছে ইঁদুরের ঔষধ ‘বুলেট’ না রাখা।


     এই বিভাগের আরো খবর